শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

ভিডিও | দেখে নিন এই সপ্তাহের স্পোর্টস রাউন্ড আপ- গেম পয়েন্ট

Reporter: SAIKAT MAJUMDER | লেখক: HEMRAJ ALI ২৯ ডিসেম্বর ২০২৩ ১২ : ৪১


01. কুস্তি বিতর্ক চলছেই

ভারতীয় কুস্তিতে বিতর্ক ও ঘটনা পরম্পরা অব্যাহত। মাস কয়েক আগেই কুস্তিগীরদের আন্দোলনের স্মৃতি এখনও টাটকা। ভারতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগ এনে রীতিমত পথে নেমে আন্দোলন করেছিলেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগত, বজরং পুনিয়ার মত দেশের শীর্ষস্থানীয় কুস্তিগীররা। অথচ কিছু দিন আগেই সংস্থার নতুন কমিটি গঠিত হওয়ার পর দেখা যায়, ব্রিজভূষণের ঘনিষ্ঠ সহচর সঞ্জয় সিং সংস্থার নতুন প্রধান পদে। ফের শুরু হয় প্রতিবাদ। বজরং ও ভিনেশ অর্জুন পুরস্কার ও খেলরত্ন পুরস্কার ফিরিয়ে দেন। সাক্ষী চোখের জলে অবসর ঘোষণা করেন। দেশ জুড়ে শুরু হয় সমালোচনা। তারপরই কুস্তি সংস্থাকে সাসপেন্ড করে ক্রীড়ামন্ত্রক। এবার এ বিষয়ে খতিয়ে দেখতে একটি অ্যাডহক কমিটি গঠন করে দিল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। ভারতীয় উশু সংস্থার প্রধান ভূপিন্দর সিং বাওয়েজার নেতৃত্বাধীন কমিটিতে আছেন অলিম্পিয়ান হকি খেলোয়াড় এম এম সোমাইয়া ও প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় মঞ্জুষা কুমার। লক্ষ্যনীয় বিষয় এঁরা কেউই কুস্তির সঙ্গে যুক্ত নন। আরও লক্ষ্যনীয় বিষয় - ক্রীড়ামন্ত্রক ও আইওএ, দুই তরফ থেকেই শুধুমাত্র বলা হয়েছে সংস্থা নিয়ম মেনে চলছিল না বলেই তাদের সাসপেন্ড করা হয়েছে। অতএব দেশকে সম্মান এনে দেওয়া কুস্তিগীরদের আন্দোলন কতটা মান্যতা পেল, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।


02. শোচনীয় হার

শোচনীয় পরাজয় দিয়ে বছর শেষ করল ভারতীয় ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজের প্রথম টেস্টেই ইনিংসে হারতে হল রোহিত ব্রিগেডকে। সেঞ্চুরিয়ন সুপারস্পোর্ট পার্কে প্রথমে ব্যাট করে মাত্র ২৪৫ রানেই গুটিয়ে যায় ভারতীয় ইনিংস। একা লড়াই করেন কে এল রাহুল। তাঁর সেঞ্চুরি ছাড়া ত্রিশের কোঠায় পৌঁছন শুধু বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার। জবাবে দক্ষিণ আফ্রিকা করে ৪০৮ রান। যশপ্রীত বুমরা ছাড়া অন্য বোলাররা সম্পূর্ণ ব্যর্থ। দ্বিতীয় ইনিংসে আরও করুণ পরিণতি ভারতীয় ব্যাটারদের। ১৩১ রানেই শেষ রোহিত ব্রিগেডের দৌড়। ৭৬ রান করে একা লড়লেন বিরাট। বাকিরা আয়ারাম গয়ারাম। রোহিতরা হারলেন ইনিংস ও ৩২ রানে। আবারও প্রমাণিত, কোহলিদের পরের প্রজন্ম টি টোয়েন্টি ফর্ম্যাটে যতটা সাবলীল, টেস্ট ম্যাচের ধ্রূপদী কাঠামোয় আদৌ নন। বিশেষতঃ ফাস্ট বা সিমিং পিচে তাঁরা এখনও শিক্ষানবিশ পর্যায়ে।


03. হারের হ্যাটট্রিক

আইএসএলে হারের হ্যাটট্রিক মোহনবাগানের। ঘরের ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে ১-০ গোলে হেরে পয়েন্টে টেবিলে পাঁচ নম্বরে নেমে গেল ফেরান্দো ব্রিগেড। এদিন ৪ ডিফেন্ডারে দল সাজিয়েছিলেন ফেরান্দো । বাঁদিক থেকে খেলছিলেন সুমিত রাঠি, ডানদিকে আশিস রাই। মাঝখানে খেলছিলেন ইউস্তে, শুভাশিস। একটু ওপরে ছিলেন দীপক টাংরি। তাতেও ডিফেন্স মজবুত হয়নি। শুরু থেকেই একের পর এক আক্রমণের ঝড় তোলে কেরালা। ৪ মিনিটের মাথায় বাগান ডিফেন্সে শুভাশিসের ভুলে সহজ সুযোগ মিস করেন কেরালা স্ট্রাইকার দিয়ামানতাকস। কিন্তু তাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৯ মিনিটের মাথায় একাই হেক্টর ইউস্তে, দীপক টাংরিকে কাটিয়ে গোলার মত শটে বল জালে জড়িয়ে দেন দিয়ামানতাকস। বিশালের বদান্যতায় আর গোল খায়নি সবুজ মেরুন। ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকে অনেক বেশি ছন্দে দেখিয়েছে মোহনবাগানকে। উইং থেকে কিয়ান নাসিরি বারবার আক্রমণ শানাচ্ছিলেন কেরালার বক্সে। ৬১ মিনিটে প্রথম পরিবর্তন করেন ফেরান্দো। কামিংসের জায়গায় আসেন সাদিকু। টাংরির জায়গায় আসেন হামতে। ৬৭ মিনিটে তৃতীয় পরিবর্তন। আক্রমণ বাড়াতে সুমিত রাঠিকে তুলে নিয়ে মাঠে আসেন মনবীর। কিন্তু ফিনিশ করার ফুটবলারের অভাব এদিনও দেখা গিয়েছে বাগান ব্রিগেডে। উল্টোদিকে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন বাগান রক্ষক বিশাল কাইথ। শেষের দিকে রাহুল কেপির নিশ্চিত গোল বাঁচিয়ে দেন তিনি। টানা তৃতীয় হারে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে নেমে গেল সবুজ মেরুন। ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পৌঁছে গেল কেরালা। মোহনবাগানের বিরুদ্ধে এদিন প্রথম জয় পেল কেরালা ব্লাস্টার্স। এর আগে ছয় ম্যাচে পাঁচবার জিতেছিল সবুজ মেরুন। তিন ম্যাচে পরপর হারের পর এদিনও গ্যালারিতে গো ব্যাক জুয়ান স্লোগান ওঠে।

04. ফিরে দেখা ২০২৩

বছর শেষে হিসেব নিকেশ করতে বসলে দেখা যাবে ২০২৩ রেখে গেছে বেশ কিছু আলোর রেখা। সেই আলোর সেরা দিশারী অবশ্যই নীরজ চোপড়া। ভারতের তরুণ অ্যাথলিট হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্বসেরা হলেন। এরপর এশিয়ান গেমস স্বর্ণপদকও তাঁর গলায়। মাত্র ২৫ বছর বয়সে নীরজ সেই এলিট শ্রেণীতে পৌঁছে গেলেন যেখানে সেই বিশ্বসেরা অ্যাথলিটরাই শুধু পৌঁছেছেন যাঁরা একই সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নশিপ, অলিম্পিক ও উপমহাদেশীয় চ্যাম্পিয়ন। দেশের সেরা ক্রীড়াবিদ তকমাটা শুধু তাঁকেই মানায়। নীরজের পর যার নাম আসবে তাঁর বয়স মাত্র ১৮। রমেশবাবু প্রজ্ঞানন্দ এই বয়সেই বিশ্বের কঠিনতম দাবা টুর্নামেন্ট ফাইড বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছিলেন। খেতাবী লড়াইয়ে বিশ্বসেরা ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে গেলেও তাঁর কৃতিত্ব এতটুকু কমছে না। মনে রাখতে হবে ফাইনালে ওঠার পথে তাঁর কাছে হার মেনেছিলেন বিশ্বের এক ও দুই নম্বর দাবাড়ু। নীরজ চোপড়া যেমন ভারতের সেরা তারকা, প্রজ্ঞানন্দ অবশ্যই ভবিষ্যতের নক্ষত্র। ২০২৩-এ আরেক মাইলফলক তৈরি হল ভারতের ক্রীড়া জগতে। এই প্রথম এশিয়ান গেমসে পদক প্রাপ্তির নিরিখে সেঞ্চুরি পেরোল ভারতীয় দল। চিনের হ্যাংঝাউ গেমস থেকে ২৮টি সোনা, ৩৮টি রূপো আর ৪১টি ব্রোঞ্জ পদক আনলেন ভারতীয় ক্রীড়াবিদরা। সুখবর এল ব্যাডমিন্টনেও। সাত্বিক সাইরাজ রেড্ডি ও চিরাগ শেট্টি বিশ্ব ranking এ শীর্ষে পৌঁছলেন প্রথম ভারতীয় জুটি হিসেবে। এশিয়ান গেমস ও এশীয় চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী জুটি ২০২৩-এর উজ্জ্বল মুখ। সব শেষে আসব সব থেকে জনপ্রিয় খেলায়। বিশ্বকাপ হাতছাড়া হয়েছে রোহিত শর্মার। দুরন্ত গতিতে ছুটতে থাকা ভারতীয় ক্রিকেট দলের জয়রথ থমকে যায় ফাইনালে। কিন্তু ব্যক্তিগত মাইলস্টোনে পৌঁছলেন বিরাট কোহলি। কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে টপকে ৫০টি ওয়ান ডে সেঞ্চুরি করার পাশাপাশি একটি বিশ্বকাপে সর্ব্বোচ্চ ব্যক্তিগত রানের নজিরও গড়লেন বিরাট। ২০২৩-এ প্রাপ্তির ভাঁড়ার তাই নেহাত শূন্য নয়।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

'বলরাম কান্ড' পোস্টার লঞ্চ অনুষ্ঠানে গার্গী- রজতাভ-সপ্তাশ্ব...

মিশমির জন্মদিনের পার্টিতে এ কী করলেন রণজয়-শ্যামৌপ্তি!...

ম্যান্ডির চক্রান্ত ফাঁস করে কি আসতে পারবে কথা এভি?...

ফের শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড

মেদিনীপুরের অলিগঞ্জ বিদ্যাসাগর বিদ্যাপীঠে চলছে ভোট গ্রহণ। সকাল ৭টা থেকে চলছে ভোটদান। মোতায়েন কেন্দ্রীয় বাহিনী...

কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় চলছে উপ নির্বাচনের ভোট পর্ব। মহিলাদের ভিড় লক্ষ্য করার মতো। এলাকায় রয়েছে কেন্দ্রীয় বা...

গান স্যালুটে বিদায় কিংবদন্তি নাট্যকার মনোজ মিত্রের...

নারীদের ক্ষমতায়ন নিয়ে আলোচনা, বিশ্বমঞ্চে ডাক পেলেন অভিষেক...

এই সিরিয়ালের মধ্য দিয়ে ফের ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া, হয়ে গেল লুকসেটও!...

পুরুষরা নারীর বেশে বরণ করেন জগদ্ধাত্রী , দেখুন সেই ভিডিও...

কাজলের অন্যতম দুর্বলতা কি জানেন? ফাঁস হল গোপন সেই খবর...

টলি তারকাদের বাড়ির জগদ্ধাত্রী পুজো

EXCLUSIVE: 'আমায় কেন ভানু বন্দ্যোপাধ্যায়ের মত দেখতে, বাড়িতে কখনও জিজ্ঞেস করিনি'- শাশ্বত...

বিচ্ছেদ জল্পনার মাঝে অভিষেক-ঐশ্বর্যর ‘সংসার’-এ ফের সুখবর...

দেশে পুরুষ দর্জিদের জন্য জারি হতে পারে কড়া বিধিনিষেধ!...



সোশ্যাল মিডিয়া



12 23